খুলনায় বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

আজ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে খুলনা শহরের শিশু হাসপাতাল ও রুপসা উপজেলার আইচগাতি সংলগ্ন এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়।

তদারকিকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী খুলনা শহরের শিশু হাসপাতাল সংলগ্ন এলাকার ঐশী ফার্মেসী, ড্রাগ হাউজ ও মেসার্স ঔষধ সম্ভারকে যথাক্রমে পাঁচ হাজার, তিন হাজার ও তিন হাজার টাকা এবং রুপসা উপজেলার আইচগাতি বাজার’র আফরিন মেডিকেল হল’ কে দুই হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানকালে ব্যবসায়ী এবং উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সচেতনতামূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং সকলকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ করা হয়ে।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইব্রাহীম হোসেন’র তত্ত্বাবধানে অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন ৩ এপিবিএন, শিরোমনি, খুলনা’র সদস্যবৃন্দ। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *