জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন আজ (সোমবার) সকালে খুলনা জেলা প্রশাসনের আধুনিকায়ণকৃত সম্মেলনকক্ষের উদ্বোধন করেন।
সম্মেলনকক্ষ উদ্বোধনের পর তিনি জেলা প্রশাসনের অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারদের (ভূমি) সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।








সর্বশেষ মন্তব্যসমূহ