জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্দ্যোগে আজ ডুমুরিয়া উপজেলায় ভেজাল বিরোধী বাজার অভিযান পরিচালনা করা হয়।
এসময় ডুমুরিয়া উপজেলার চুকনগর মোড় এলাকায় নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও মূল্য তালিকা না থাকায় মোল্লা হোটেলকে দুই হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় আল্লাহরদান হোটেলকে এক হাজার টাকা, ছোহরাব হোটেলকে দুই হাজার টাকা, বোতলজাত খাবার পানির জারে মেয়াদ, মূল্য না থাকায় আব্বাস হোটেলকে এক হাজার টাজা জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্য চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম’র নেতৃত্বে অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরমনি খুলনা, ও কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) খুলনা প্রতিনিধি। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ