প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ২০২০ সালে বিশ্ব অর্থনীতি ৫ দশমিক ৩ শতাংশ সংকুচিত হবে। সোমবার এমনটি জানিয়েছে বিশ্বব্যাংক।
সেইসঙ্গে বিশ্বব্যাংক জানিয়েছে, এই মহামারির কারণে অর্থনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হলে তাদের এই সর্বশেষ পূর্বাভাস আরও হালনাগাদ করা হবে।
এছাড়া বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মহামারির কারণে বিশ্বের ৭০ থেকে ১০০ মিলিয়ন লোক চরম দারিদ্রসীমার নিচে চলে যাবে। পূর্বে ধারণাকৃত এই সংখ্যা ছিল ৬০ মিলিয়ন।
এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের পূর্বাভাসে জানায় ২০২০ সালে বিশ্ব অর্থনীতির মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধি মাইনাস ৩ শতাংশ পর্যন্ত হতে পারে। কিন্তু বিশ্ব ব্যাংক তাদের প্রতিবেদনে নতুন করে এই তথ্য দিল।
এদিকে আইএমএফ তাদের দেওয়া পূর্বাভাস আগামী ২৪ জুন আপডেট করার পরিকল্পনা করেছে। রয়টার্স, স্ট্রেইট টাইমস।








সর্বশেষ মন্তব্যসমূহ