বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা আজ (সোমবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য আবাসন : ভবিষ্যতের উন্নত নগর।’ খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এবং গণপূর্ত বিভাগ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফুল ইসলাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ড. মোহাম্মদ শাহানুর আলম, খুলনা গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন খান। এতে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)  জিয়াউর রহমান। দিবসটি উপলক্ষে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান এন্ড রুরাল প্লানিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আশিক উর রহমান।

অতিথিরা বলেন, সরকার মানুষের মৌলিক অধিকার আবাসন নিশ্চিতে ব্যাপক কাজ করে যাচ্ছে । গরীব অসহায় মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয় প্রকল্প, জমি আছে ঘর এ ধরনের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে খুলনার বস্তি এলাকাগুলোকে চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। মতবিনিময় সভায় অনলাইনে জুম অ্যাপে উপজেলা নির্বাহী অফিসাররা যুক্ত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *