খুলনায় শিশুদের অংশগ্রহণে চলচ্চিত্র ও অভিনয় বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আজ শনিবার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এ কর্মশালার আয়োজন করে।
সকালে কর্মশালার উদ্বোধন করেন বিসিটিআই’র প্রধান নির্বাহী ড. মহিউদ্দীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা গাজী রাকায়েত। স্বাগত জানান বিসিটিআই’র সহকারী পরিচালক মাসুম-উল-আলম।
বক্তারা বলেন, চলচ্চিত্র হলো মানুষের আবেগ প্রকাশের অন্যতম মাধ্যম, যা মনোজাগতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলচ্চিত্রে সত্যের জয়, মিথ্যার পরাজয় ঘটে। সিনেমা হল হলো মানসিক স্বাস্থ্যের চিকিৎসাকেন্দ্র। সুস্থ্য ও সৃজনশীল চলচ্চিত্র দেশের সাংস্কৃতিক বিকাশের অন্যতম একটি ধারা। এ কর্মশালা শিশুদের চলচ্চিত্র নির্মাণের ধারণা এবং ভবিষ্যতের দক্ষ কলা-কৌশলী ও নির্মাতা তৈরিতে ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
তিন দিনব্যাপী এ কর্মশালায় খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ শিশু প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করছেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ