জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৮ অক্টোবর খুলনা শিশু একাডেমি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে।
১৮ অক্টোবর সকাল ১০টায় খুলনা শিশু একাডেমিতে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। ক-বিভাগ প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত, কবিতা: জন্মদিনের শুভেচ্ছা, তপন বাগচী। খ-বিভাগ ষষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত, কবিতা: তোমায় পড়ে মনে, সনজীব বড়ুয়া।
সকাল ১১টায় শিশু একাডেমিতে জন্মদিনের গান প্রতিযোগিতা ক-বিভাগ প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং খ-বিভাগ ষষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত। দুপুর পৌনে একটায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ