খুলনায় এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও নাগরীক সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আজ ২৮ খুলনায় কারিতাস মিলনায়তনে বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়নকারী সংস্থাসমূহের সমন্বকারী সংগঠন এডাব খুলনা জেলা কর্তৃক আয়োজিত এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও নাগরীক সমাজের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। \

অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক, সুন্দরবন একাডেমী, অধ্যাপক আনোয়ারুল কাদির, উপ-প্রধান তথ্য অফিসার, খুলনা, ম.জাবেদ ইকবাল, এবং সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, খুলনা, মোঃ সফিকুল ইসলাম,

প্রধান অতিথি অধ্যাপক আনোয়ারুল কাদির, বলেন- বর্তমানে জিও-এনজিও’র মধ্যে সমন্বয় না হলে উন্নয়ন টেকসই হবে না। এজন্য জিও-এনজিও’র সমন্বয় দরকার। এডাব যেহেতু এনজিওদের সমন্বয়কারী প্রতিষ্ঠান,তাই এডাব এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে পারে। একটা দেশের উন্নয়নে জিও-এনজিও’র সহযোগিতা দরকার। টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য জিও-এনজিও কাজের সমন্বয় দরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সহ-সভাপতি, এডাব খুলনা জেলা শাখা, শামীমা সুলতানা শীলু। সঞ্চালনা করেন বিভাগীয় সম্পাদক, সুজন, খুলনা, এ্যাডভোকেট কুদরত-ই- খুদা। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন এডাব খুলনা জেলা শাখার সদস্য সচিব ও পরিবর্তন-খুলনার নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড। ধারনা পত্র উপস্থাপন করেন এডাব খুলনা জেলা শাখার নির্বাহী সদস্য ও লোকজ এর নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন মৃৎশিল্প উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অসীম কুমার পাল, কেএমএসএস এর নির্বাহী পরিচলক আফরোজা আক্তার মঞ্জু, কনসেন্স নির্বাহী পরিচালক সেলিম বুলবুল হোসেন, ছায়াবৃক্ষ এর নির্বাহী পরিচালক মাহবুব আলম বাদশা, এসওএস এর প্রকল্প পরিচালক মোঃ শহিদুল ইসলাম, রুপান্তরের কর্মসূচী সমন্বয়কারী সেখ জার্জিস উল্লাহ্, নবলোক পরিষদের সহকারী পরিচালক এম. মোস্তাফিজুর রহমান সেতু, উন্নয়নের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পরিবর্তন এর অজন্তা দাশ, জেজেএস এর আব্দুর রহিম,সুশীলনের শেখ তারিকুজ্জামান।

 

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *