মানুষ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করছে- সিটি মেয়র

ভক্তদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ধর্ম যার যার উৎসব সকলের।

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। তিনি বলেন, দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। সরকার দেশের সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর। বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করছে।

মেয়র আজ (শুক্রবার) সন্ধ্যায় নগরীর ধর্মসভা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অস্বচ্ছল নারীদের মাঝে নতুন বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সিটি মেয়র বলেন, করোনাভাইরাস এখনও শেষ হয়ে যায়নি। করোনা সংক্রমণরোধে মাস্ক ব্যবহার সরকার বাধ্যতামূলক করেছে। এখন পর্যন্ত করোনার কোন ঔষধ তৈরি হয়নি। রাস্তা, দোকান, বাজার, শপিংমলসহ বিভিন্ন স্থানে এখন মাস্ক ছাড়াই মানুষকে চলতে দেখা যায়। তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব এবং সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। নিজের এবং পরিবারের সদস্যদের করোনা সংক্রমণ থেকে বাঁচাতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নিদের্শনা মেনে সবসময় মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সবকিছু করতে মেয়র নগর বাসীর প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে খুলনা কর অঞ্চলের কমিশনার প্রশান্ত কুমার রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক গোপী কিষাণ মুন্দ্রা প্রমুখ বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন খুলনা শ্রীমদ্ভগবদগীতা সংঘের আজীবন সদস্য প্রফেসর ডাঃ শৈলেন্দ্র নাথ মজুমদার। অনুষ্ঠানে সিটি মেয়র তিনশত অস্বচ্ছল নারীদের মাঝে নতুন বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *