খুলনায় আজ (বুধবার)) মোট এক হাজার দুইশত ৫৮ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন।
এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুইশত ৩১ জন এবং ছয়টি উপজেলায় মোট এক হাজার ২৭ জন। উপজেলাগুলোর মধ্যে দিঘলিয়া ৩৯ জন, ডুমুরিয়া সাতশত ২৮ জন, কয়রা ৮০ জন, পাইকগাছা একশত ৩০ জন, রূপসা ২০ জন এবং তেরখাদায় ৩০ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ছয়শত ৪২ এবং মহিলা ছয়শত ১৬ জন।
এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৬৬ হাজার ছয়শত ৭৮ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৯৮ হাজার আটশত ৫৬ এবং মহিলা ৬৭ হাজার আটশত ২২ জন।








সর্বশেষ মন্তব্যসমূহ