- খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির সদস্য মেয়র তালুকদার আব্দুল খালেকের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ই মে যোহর বাদ খুলনা ডায়াবেটিক সমিতির উদ্যোগে সমিতির মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
খুলনা ডায়াবেটিক সমিতির আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও মফিদুল ইসলাম টুটুলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সমিতির সদস্য সচিব এ্যাড. রজব আলী সরদার, চীফ মেডিকেল অফিসার ডাঃ দীনবন্ধু মন্ডল, ডাঃ রেবা মজুমদার, ডাঃ জাহিদ হাসান, ডাঃ মোঃ আব্দুস সবুর, মওলানা মহিবুল্লাহ সহ ডাক্তার ও কর্মচারীবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।
সর্বশেষ মন্তব্যসমূহ