খুলনায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে সাইফুল ইসলাম নামে এক অসাধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে পুশ করা ৫০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে খুলনা মহানগরী সংলগ্ন রূপসা উপজেলার ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।আজ শুক্রবার র্যাব-৬ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তারেক আনাম বান্না জানান, র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল ও রূপসা সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের সমন্বয়ে রূপসা উপজেলার রূপসা ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩৩ ধারায় সাইফুল ইসলাম নামে এক অসাধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। একই সঙ্গে অপদ্রব্য পুশ করা ৫০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে।
পরে জব্দকরা অপদ্রব্য পুশকৃত চিংড়ি মৎস্য অফিসারেরউপস্থিতিতে ধ্বংস করা হয়। এছাড়া জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি তাৎক্ষণিক প্রদান করায় বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ