খুলনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের বাসায় চুরি হয়েছে। গত সোমবার গভীর রাতে নগরীর ট্যাংক রোডের ভাড়া বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিচারক মো. মোস্তাফিজুর রহমান নগরীর ট্যাংক রোডের এম এ মান্নানের বাড়ির তিনতলায় ভাড়া থাকতেন। সোমবার গভীর রাতে ঐ বাড়িতে চুরি হয়েছে। চোরেরা বিচারকের মানিব্যাগ (যার মধ্যে নগদ ২৬ হাজার টাকা ছিল), সোনালী ব্যাংকের এটিএম কার্ড, বিচারিক আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, ৩টি আংটি, একটি সোনার চেইন, ১টি সোনার কানের দুল চুরি করে নিয়ে গেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইন-চার্জ (ওসি) হাসান আল মামুন জানান, তিনি দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে বিচারক মো. মোস্তাফিজুর রহমান নিজেই বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ