খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে আজ বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের পুরাতন সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন’র সভাপতিত্বে প্রভোস্টবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও সকল হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে অপরাজিতা ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের পানি সমস্যা সমাধান, শিক্ষার্থীদের মোটরসাইকেল পার্কিংয়ের সমস্যা সমাধান এবং আবাসন সুবিধা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় শিক্ষার্থীদের হলগুলোতে মশক নিধনকল্পে দুটি ফগার মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে একটি ক্রয় কমিটিও গঠন করা হয়।
by
সর্বশেষ মন্তব্যসমূহ