স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আগামীকাল খুলনা আসছেন

স্বাস্থ্য ও পরিবাল্যাণ মন্ত্রী র কজাহিদ মালেক তিন দিনের সফরে আগামীকাল ৮ নভেম্বর সন্ধ্যায় খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী মন্ত্রী ৯ নভেম্বর সকাল ১০টায় খুলনার শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ক্যাথল্যাব, আইসিইউ, সিসিইউ এবং ডায়ালাইসিস বিভাগ পরিদর্শন এবং সকাল ১১টায় খুলনার হোটেল সিটি ইন-এ বিভাগের সকল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আধিকারিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।

তিনি বিকাল সাড়ে তিনটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং ভবন উদ্বোধন এবং বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগ পরিদর্শন করবেন।

মন্ত্রী বিকাল চারটায় খুলনা বিভাগের চারটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সকল চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।

তিনি ১০ নভেম্বের সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *