বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ ৮ মে সোমবার খুলনায় আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিট আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শিশুদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা,পতাকা উত্তোলন,আলোচনা সভা ও র্যালি।
দিবসটি উপলক্ষে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে সকালে নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য জয়ন্তী রানী সরদার, নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা, ইউনিট লেবেল কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, জহিরুল ইসলাম ও মোনালিসা রূপা।
সূচনা বক্তব্য রাখেন জেলা ইউনিটের যুব প্রধান মুস্তাকিন বিল্লাহ মুহিত। আলোচনা সভা শেষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে নগরীতে একটি র্যালি বের হয়।
by
সর্বশেষ মন্তব্যসমূহ