খুলনায় জাহাঙ্গীর আলম আকাশ হত্যা চেষ্টা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব ৬। গত সোমবার রাতে তাদের খুলনা মহনগরীর ময়লাপোতা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই আসামি হ’ল মো. আশিক ও মো. আরাফাত হোসেন।
র্যাব ৬ এর মিডিয়া অফিসার এএসপি তারিক আনাম বান্না জানান, খুলনার কয়রা উপজেলার জাহাঙ্গীর আলম আকাশের সঙ্গে আশিকসহ তার লোকজনের আগে থেকে বিরোধ চলে আসাছিল। গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে কয়রা বাজার হতে আকাশ বাড়ি ফিরছিল। প্রতিপক্ষ ব্যক্তিরা পথিমধ্যে তাকে চাইনিজ কুড়াল ও ধারালো দা নিয়ে হামলা করে। এ সময় তারা তার মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে। আকাশ মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে তার সমস্ত শরীরে আঘাত করে ফেলে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ভিকটিম আকাশের মা কয়রা থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ঘটনার সংবাদ পেয়ে র্যাব-৬ খুলনার একটি দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ওই হত্যাচেষ্টা মামলার আসামিরা খুলনা সদর থানা এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি সোমবার রাতে খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. আশিক ও মো. আরাফাত হোসেনকে গ্রেফতার করে। তাদের কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ