বাংলা নববর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ১৩ এপ্রিল

বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে ১৩ এপ্রিল চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

১৩ এপ্রিল সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক-বিভাগ: ৫ম থেকে ৭ম শ্রেণি পর্যন্ত, বিষয়: বাংলা নববর্ষ অসম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু। সকাল সাড়ে ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতা ক-বিভাগ: নার্সারী থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শেণি, বিষয়: বাংলা নববর্ষ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: বৈশাখী মেলা, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং এবং ঘ-বিভাগ: পাঁচ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত (বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য), বিষয় ও মাধ্যম: উন্মুক্ত।

১৪ এপ্রিল সকাল সাড়ে নয়টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সাথে আনতে হবে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *