খুবির আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীদের সুন্দরবন উপকূলীয় এলাকা পরিদর্শন

খুবির আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীগণ সুন্দরবনের  উপকূলীয় এলাকা পরিদর্শন করেছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন, গ্লোবাল ন্যাচার ফান্ড এবং বেসরকারি সংস্থা বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস)’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘হেলদি ম্যানগ্রোভস এন্ড সাসটেইনেবল ফিশারিজ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট কোস্টাল কমিউনিটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের শেষ দিন আজ ৩ মার্চ শুক্রবার দাকোপ উপজেলার বাণিশান্তা ইউনিয়নের ইন্টিগ্রেটেড ম্যানগ্রোভ অ্যাকুয়াকালচার, ম্যানগ্রোভ নার্সারি ও বনায়ন এলাকা পরিদর্শন করেন।

পরে তারা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিপূর্ণ এলাকা সাতক্ষীরার শ্যামনগরে কয়েকটি স্থান পরিদর্শন করেন এবং এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম ও বেডস্ এর প্রধান নির্বাহী মাকসুদুর রহমান অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয় অবহিত করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *