আজ ১৮ নভেম্বর ২০২৪, সোমবার সকালে শিশু সুরক্ষা জোট, খুলনা’র আয়োজনে এক সাংগঠনিক সভা মাসাস’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু সুরক্ষা জোট , খুলনা’র সভাপতি শামীমা সুলতানা শীলু। সভায় উপস্থিত ছিলেন সিলভী হারূন ( সহ-সভাপতি-শিশুসুরক্ষা জোট,খুলনা), এম.নাজমুল আজম ডেভিড (সাধারন সম্পাদক-শিশু সুরক্ষা জোট,খুলনা)।ওয়ার্ল্ড ভিশন’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফুলি সরকার ও সুরভী বিশ্বাস। সদস্য সংগঠন’র মধ্যে উপস্থিত ছিলেন দীপ্তি ফাউন্ডেশন, কারিতাস বাংলাদেশ, লোকজ, জেজেএস, সুশীলন, সিএসএস, স্বপ্নপূরী, ইউসেপ বাংলাদেশ, প্রসেস, ধ্রুব, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থাসহ অন্যান্য উন্নয়নকর্মীবৃন্দ।
উপস্থিত সকলে শিশুদের সার্বিক উন্নয়নে নিজ নিজ সংগঠন’র কার্যক্রম তুলে ধরেন। প্রতিটি সংগঠনই ভিন্ন ভিন্ন আঙ্গিকে কাজ করছে। আগামীতে সদস্য সংগঠন গুলি যেন একই প্লাটফর্মে কাজ করতে পারে এই বিষয়ে ওয়ার্ল্ড ভিশন’র প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষন করা হয়।
by
সর্বশেষ মন্তব্যসমূহ