আট কেজি হরিণের মাংসসহ ২ জনকে গ্রেফতার করেছে খুলনা জেলার কয়রা থানাধীন আমাদী ক্যাম্প পুলিশ। আজ কয়রা থানাধীন হদুবুনিয়া গ্রাম এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম প্রভাশ মন্ডল (৪৮) ও দেবদাস সানা (২১)। গ্রেফতারের সময়
তাদের হেফাজত হতে আট কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃতরা সুন্দরবন হতে অবৈধভাবে হরিণ শিকার করে হরিণের মাংস উচ্চ মূল্যে বিভিন্ন স্থনে পাচার করে থাকে। তারা দীর্ঘদিন যাবৎ হরিণ শিকার ও পাচারকারী চক্রের সাথে জড়িত। এই ঘটনায় কয়রা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।








সর্বশেষ মন্তব্যসমূহ