List/Grid

Tag Archives: নগরীর ফুটপাথে বেপরওয়া দখলবাজি

নগরীর ফুটপাথে বেপরওয়া দখলবাজি, গড়ে উঠেছে পাকা স্থাপনা কর্তৃপক্ষ চুপ!

বে-পরওয়া হয়ে উঠেছে নগরীর ফুটপাথ দখলবাজরা। শুধু দখল নয়, ফুটপাথ দখল করে পাকা স্থাপনাও গড়ে তুলেছে অনেকে। এ ছাড়া ফুটপাথ দখল করে ইট-বালু সহ বিভিন্ন ব্যাবসায় প্রতিষ্ঠান গড়ে তোলায় একদিকে বিপদজনক হয়ে পড়েছে নগরবাসির চলাচল, অন্যদিকে নোংরা করা হচ্ছে নগরীর পরিবেশ। আর এ সব টিকে আছে নিরব চাঁদাবাজির আশ্রয়ে।