৪৩ তম উপ-আঞ্চলিক স্কুল ও মাদরাসা’র গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা’২০১৪ আজ সকালে খুলনা জিলা স্কুল মাঠে শুরু হয়েছে। প্রতিযোগিতা উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শরীর গঠনের অন্যতম মাধ্যম। এসকল দিক বিবেচনা করে সরকার নতুন শিক্ষানীতিতে শারীরিক ও ক্রিড়া শিক্ষাকে অন্তর্ভূক্ত করেছে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, নিঃসন্দেহে এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মনে সাহস ও প্রেরণা যোগাবে।
খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালক টি এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হাবিবুল হক খান। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, জিলা স্কুল ও করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ