একদিনের ক্রিকেটে অভিষেকেই দারুণ এক হ্যাটট্রিকে গুঁড়িয়ে দিলেন জিম্বাবুয়েকে তাইজুল ইসলাম। টেস্টে দেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট-শিকারের কীর্তিও তাইজুলের। ক্রিকেট ইতিহাসে অভিষেকেই হ্যাটট্রিক করা একমাত্র ক্রিকেটারও তিনিই!
তাইজুলের ইতিহাস গড়ার দিনে একেবারে লেজেগবরে জিম্বাবুয়ে। শেষ ওয়ানডেতে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে মাঠে নেমে জিম্বাবুয়ে মুখোমুখি সবচেয়ে বড় লজ্জার। ৩০ ওভারেই ১২৮ রানে গুটিয়ে গেছে তারা।
টসে জিতে ব্যাট করা জিম্বাবুয়ের শুরুটা বেশ ভালোই ছিল। ১৬ রানের মাথায় সিকান্দার রাজাকে হারালেও হ্যামিল্টন মাসাকাদজা ও ভুসি সিবান্দার ৭৯ রানের জুটি বাংলাদেশকে ভালোই চিন্তায় ফেলছিল। ব্যক্তিগত ৫২ রানে মাসাকাদজার বিদায়ের পরপরই জিম্বাবুয়ের ব্যাটিংয়ে মড়ক লাগে। এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৫ রান তোলা দলটি শেষ নয় উইকেট হারিয়ে তোলে মাত্র ৩৩ রান। তাইজুলের সাথে সাকিব নিয়েছেন ৩ উইকেট, জুবায়ের ২টি। তাইজুলের ৪ উইকেটের সঙ্গে এদের ঘূর্ণিতে কুপোকাত জিম্বাবুয়ে।
২৭তম ওভারটি করেছিলেন তাইজুল। ওই ওভারের শেষ বলে তিনাশে পানিয়াঙ্গারাকে বোল্ড করেছিলেন তিনি। ২৯ তম ওভারের প্রথম দুই বলে নিয়াম্বু ও চাতারাকে ফিরিয়ে দিয়ে ইতিহাস সৃষ্টি করেন তাইজুল।
সর্বশেষ মন্তব্যসমূহ