খুলনা মহানগরীর নতুন বাজার চর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বস্তির প্রায় ৪০টি ঘর পুড়ে গেছে। রোববার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ পরিচালক গোলাম রহমান বলেন, ওই বস্তির বাসিন্দা আব্দুর রহমান’র ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে।
আগুনে প্রায় ৪০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি। তবে এ ঘটনায় হতহতের কোনো ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি।
by
সর্বশেষ মন্তব্যসমূহ