খুলনায় মা ইলিশ রক্ষায় অভিযান, ২১ হাজার মিটার জাল ও ২৫ কেজি ইলিশ আটক

খুলনা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযান ও মোবাইল কোর্টে গত ৫-৯ অক্টোবর পর্যন্ত খুলনা জেলার আতাই, রূপসা ও কাজীবাছা নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার আটশ ৬০ মিটার ইলিশ জাল ও ২৫ কেজি ইলিশ আটক করা হয়।

এ বছর ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন কাল নির্ধারণ করা হয়েছে। এ সময়ে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপনন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ কার্যক্রম বাস্তবায়নে খুলনা জেলায় মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্টদের মাছ আহরণ, পরিবহন ও বিপনন থেকে বিরত রাখতে উদ্বুদ্ধকরণ ও আইন বাস্তবায়নসহ নানা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ জন্য নিয়মিত হাট বাজার, মাছঘাট, আড়ৎ পরিদর্শন, নদনদীতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে। এছাড়াও মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে সেন্ট্রাল মনিটরিং টিম খুলনায় অবস্থান করে সামগ্রিক কার্যক্রম মনিটরিং করছেন। এ টিমকে সার্বিক সহায়তা করছেন খুলনা বিভাগীয় মৎস্য অফিসের উপ-পরিচালক মোঃ মনিরুজামান। এ কার্যক্রম আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বলে খুলনা মৎস্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *