খুলনা মহানগরীতে ব্যাটারী চালিত ইজিবাইক চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ইজিবাইক চলাচল বন্ধ করে সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ করেছে চালক ও মালিকদের তিনটি সংগঠন। ইজিবাইক বন্ধ থাকায় গণপরিবহন সংকটে নাস্তানাবুদ নগরবাসি।
আজ সকাল সাড়ে ১০টায় সাত রাস্তার মোড়ে খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের বাড়ির সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে কয়েক হাজার ইজিবাইক চালক ও মালিক অংশ নেয়।
অবৈধ ইজিবাইক মহানগরীতে না চালাতে ১০ নভেম্বর পর্যন্ত সময় বেধে দেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এই ঘোষণার প্রতিবাদে ইজিবাইক ধর্মঘট করে সড়ক অবরোধ ও বিক্ষোভ পালন করে ইজিবাইক চালক ও মালিকগণ।
পরিস্থিতি শান্ত করতে ঘটনা স্থলে উপস্থিত হয়ে সাংসদ মিজান বলেন, আদালতের নির্দেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তাই নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সকলের সাথে এ বিষয়ে আলোচনা করা হবে। তিনি সকল কে ধৈর্যধারণ করতে অনুরোধ জানান।
তবে নগরীতে এখও পর্যন্ত ইজিবাইক চলাচল বন্ধ আছে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ