জালনোট প্রতিরোধ সংক্রান্ত সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জালনোট প্রচলন প্রতিরোধ সংক্রান্ত সমন্বয় কমিটির ১২৯ তম নিয়মিত ত্রৈ-মাসিক পর্যালোচনা সভা আজ দুপুরে খুলনা বাংলাদেশ ব্যাংক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার মহাব্যবস্থাপক ও জালনোট প্রচলন প্রতিরোধ সংক্রান্ত সমন্বয় কমিটির সভাপতি প্রকাশ চন্দ্র ভদ্র।

সভায় আগামী ঈদ-উল-আযহা উপলক্ষে খুলনা জেলার বিভিন্ন কোরবানীর গরুর হাটে জালনোট সনাক্তকরণ বুথ স্থাপন, উপজেলায় জালনোট সনাক্তকরণ মেশিন সরবারহ ও জালনোট সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তিকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার আওতাধীন ব্যাংকসমূহের ভল্ট ও এটিএম বুথসমূহ আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যহত রাখা এবং স্থানীয় ব্যাংক, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, জনপ্রতিনিধি,ব্যবসায়ী এবং জনসাধারণকে সম্পৃক্ত করে জালনোট প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করার সিদ্বান্ত নেয়া হয়।

সভায় সরকারি অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসার, আইনজীবী, তপসিলী ব্যাংকসমূহের প্রতিনিধি এবং বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার উর্ধ্বতন অফিসারগণ উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *