গত ২১ আগষ্ট বে-সরকারী সংস্থা পরিবর্তনের উদ্যোগে ও বিএনএসবি চক্ষুহাসপাতালের সহয়তায় উত্তর কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষুশিবির। দুইজন বিশেসজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে ৩৭১ জন রুগী এই ক্যাম্প থেকে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেন।
উপস্থিত অধিকাংশ রুগীই অতিদরীদ্র শ্রেণীর, যাদের বসবাস খুলনা মহানগরীর খালিশপুরের খুলনা পাওয়ার কোম্পানী লিমিটেড (কেপিসিএল) সংলগ্ন এলাকায়।
উল্লিখিত রুগীদের মধ্যে ২৭৭ জন কে দেওয়া হয় বিভিন্ন ধরনের চোখের রোগের প্রাথমিক চিকিৎসা। ১৪৪ জনের চোখের বিভিন্ন রোগের পরীক্ষাকরা হয় ও ওসুধ সরবরাহ করা হয়, এবং ২১ জনের চক্ষুঅপারেশন করা হয় খুলনার শিরোমনিস্থ বিএনএসবি চক্ষুহাসপাতালে।
চক্ষুশিবিরটি কেপিসিএল’র সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের অংশ যা পরিচালনা করছে বে-সরকারী সংস্থা পরিবর্তন। চক্ষুশিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেপিসিএল’র প্রশাসনিক ব্যবস্থাপক কবির আহ্মেদ প্রমূখ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ