খুলনা শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় দিবসের কর্মসূচী পালনে বাঁধা প্রদানকারী সিকিউরিটি অফিসার আলমগীর’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ খুলনা প্রেস ক্লাবে জোটের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের আহ্বায়ক নাসিমা চৌধুরী বলেন, সকল জাতীয় দিবসের মত গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের নির্দিষ্ট অনুষ্ঠান প্রদর্শনের উদ্দেশ্যে জোট কর্মীদের নিয়ে পার্কের শহীদ মিনারে এলে পার্কের সিকিউরিটি অফিসার আলমগীর অনুষ্ঠান করতে বাঁধা প্রদান করেন। এ সময় তিনি সিটি মেয়রকে উল্লেখ করে বলেন, ” শহীদ মিনারের বেদিতে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না, সাংস্কৃতিক অনুষ্ঠান করলে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট হবে।”
তিনি বলেন, বাঁধা উপেক্ষা করে জোট কর্মীরা অনুষ্ঠান শুরু করলে সিকিউরিটি গার্ডদের দিয়ে আলমগীর অনুষ্ঠানে বাঁধা দেন। এ সময় জোটের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির ববি অনুষ্ঠানে বাধাপ্রদান থেকে তাকে বিরত থাকতে বললে আলমগীর আবারও সিটি মেয়র’র উদ্ধৃতি দেন এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেন।
এ সময় জোট নেতৃবৃন্দ মঞ্চ থেকে আলমগীর কে বরখাস্ত করার আহ্বান জানান এবং সিটি মেয়র কে ফোন করেন। সিটি মেয়র সাড়া না দিলে কেসিসি’র জনসংযোগ অফিসার সানি কে বিষয়টি জানানো হয়।
তিনি বলেন, এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান জোট নেতারা। তাদের দাবি আগামী ২৪ ঘন্টার মধ্যে সিকিউরিটি অফিসার আলমগীর কে বরখাস্ত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় এই ধৃষ্টতাপূর্ণ কর্মের বিরুদ্ধে কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারি প্রদান করেছেন জোট নেতৃবৃন্দ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ