কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি স্টেশন রূপসার একটি টহল দল ১৩ অক্টোবর রূপসা ব্রীজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী ও থান কাপড় আটক করে।
এ সময় টহল দল ১৪২ পিস ভারতীয় শাড়ী এবং দুই হাজার চারশ মিটার থান কাপড় জব্দ করে। জব্দকৃত অবৈধ ভারতীয় শাড়ী এবং থান কাপড়ের বর্তমান বাজার মূল্য ১৯ লাখ ১০ হাজার টাকা।
খুলনাসহ তৎসংলগ্ন এলাকায় অবৈধ ভারতীয় কাপড়ের চোরাচালান বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট, খুলনা সাতক্ষীরা এলাকা সমূহে কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক টহল জোরদার করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এস এম ফজলুল করিম (সি) বিএন জানান, পূজাকে সামনে রেখে একটি চক্র অবৈধ ভারতীয় কাপড়ের চোরাচালানী শুরু করেছে এবং ভবিষ্যতে এরূপ চোরাচালানী বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিয়মিত অভিযান অব্যহত থাকবে। আটককৃত কাপড় খুলনা কাস্টম অফিসে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ