খুলনায় ‘খান-এ-সবুর’ সড়কের নাম প্রত্যাহার করে পূর্বের ‘যশোর রোড’ নাম ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আদালতের দেয়া নির্দেশনা সাত দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।
খুলনা সিটি করপোরেশনের মেয়রকে সাত দিনের মধ্যে নির্দেশ বাস্তবায়ন করে প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত।
গত আগস্ট মাসে এ বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ বাস্তবায়ন না হওয়ার বিষয়টি তুলে ধরে একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হয়। এরপর উচ্চ আদালত এই আদেশ দিয়েছে আজ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ