‘ভূমি উন্নয়ন কর নীতিমালা’ বিষয়ক অবহিতকরণ কর্মশালা আজ নগরীর সামছুর রহমান রোডস্থ (প্রাক্তন বার্ডস্ বাংলাদেশ লিঃ) বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশনের প্রস্তাবিত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ বার্ডস্ বাংলাদেশ লিমিটেড’র নিয়ন্ত্রনে থাকা জায়গাটি উদ্ধার হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এখানে এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশনের কনভেনশন সেন্টার ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হবে। এটি নির্মিত হলে খুলনাবাসী উপকৃত হবে। জায়গাটি পুনরুদ্ধারে সহযোগিতা করায় তিনি বার্ডস্ বাংলাদেশ লিমিটেডকে ধন্যবাদ জানান। বিভাগীয় কমিশনার নতুন ভূমি উন্নয়ন নীতিমালা সম্পর্কে জনগণকে অবহিত করে সরকারের রাজস্ব আদায়ে যথাযথ ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ হাবিবুল হক খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপংকর বিশ্বাস, খুলনা প্রেস ক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) সুলতান আলম।
by
সর্বশেষ মন্তব্যসমূহ