নারীর প্রতি সহিংসতা জরিপ সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নারীর প্রতি সহিংসতা জরিপ-২০১৫’র তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান ১০ জুন সকালে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, নারীর প্রতি সহিংসতা দেশের উন্নয়নের অন্তরায়। বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল দেশে পরিণত করতে এ সহিংসতা বন্ধ করতে হবে। তিনি বলেন, নারীরা স্বামী ছাড়াও পরিবার এবং সমাজের অন্যান্য ব্যক্তিদের দ্বারা যে নির্যাতনের শিকার হচ্ছে তা এ জরিপের মাধ্যমে তুলে ধরতে হবে। পরিশেষে এ জরিপে অংশগ্রহণকারীদের দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে তথ্য সংগ্রহের জন্য জেলা প্রশাসক আহ্বান জানান।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মোঃ মীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপংকর বিশ্বাস এবং অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সাদ্দাম হোসেন খাঁন।

কর্মশালায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার সহ মোট ৭৪জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। নারীর প্রতি সহিংসতা জরিপ-২০১৫ আগামী ২২জুন থেকে ০৬ জুলাই পর্যন্ত চলবে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *