বিদ্যুৎ গ্রামীণ অর্থনীতিকে বেগবান করবে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, বিদ্যুৎ গ্রামীণ অর্থনীতিকে বেগবান করে। আগামী তিন বছরের মধ্যে ডুমুরিয়ার প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে।

তিনি ১৩ জুন সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের রানাই গ্রামে নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রতিটি ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। নতুন বিদ্যুৎ সংযোগের ফলে এ অঞ্চলে প্রযুক্তির ব্যবহার বেড়ে যাবে। এতে শিক্ষা সহ নতুন নতুন ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটবে। তিনি নতুন গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের নিয়ম কানুন মেনে চলা এবং নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দেন। তিনি আরও বলেন মানুষের জীবনযাত্রার মান বাড়াতে শীঘ্রই এ উপজেলার ৯শ প্রান্তিক পরিবারকে বন্ধু চুলা প্রদান করা হবে। এছাড়া প্রতিমন্ত্রী রানাই গ্রামে পাকা রাস্তা করে দেয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শহীদুজ্জামান এবং পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি মোঃ আবুল কালাম মহিউদ্দীন । এতে সভাপতিত্ব করেন খর্ণিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার।
খর্ণিয়া ইউনিয়নের রানাই গ্রামে তিন কিলোমিটার বিদ্যুৎ লাইন সংযোগ দেয়া হয়। এতে আজ ৫৪ জন নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

এর আগে প্রতিমন্ত্রী ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ৬টি পানি ব্যবস্থাপনা দলের মাঝে একটি করে পাওয়ার টিলার বিতরণ করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *