মোরেলগঞ্জের চিহ্নিত হত্যা মামলার আসামী রশিদ শেখ’র শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোরেলগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী, হত্যা ও নারী নির্যাতনের একাধিক মামলার আসামী রশিদ শেখ’র শাস্তির দাবিতে আজ খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সোহাগ শেখ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৫ মার্চ একটি জমি জরিপকে কেন্দ্র করে রশিদ শেখ, শহিদুল ফকির, কামাল দিহিদার, মজিবর শেখ ও আফজাল মোল্লা সহ সন্ত্রাসীরা তার পিতা আনোয়ার শেখ ও নানা ওমর খানকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় উল্লিখিত আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা হলেও পুলিশ এখনও তাদের গ্রেপ্তার করেনি।

তিনি বলেন, এ মামলার প্রধান আসামী মৃত আশরাফ আলীর পুত্র রশিদ শেখ গত ২ অক্টোবর মোরেলগঞ্জে একটি মারামারি মামলায় পুলিশ কর্তৃক গ্রেপ্তার হলেও পুলিশ এখনও রশিদকে আনোয়ার শেখ ও ওমর খান হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়নি!

তিনি বলেন, এ অবস্থায় উল্টো রশিদের সঙ্গি সন্ত্রাসীরা ‘আমাদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে, এবং বলছে যে, রশিদ জামিন নিয়ে আসলেই আমার পিতা ও নানার মত আমাকেও হত্যা করা হবে।’ উল্লেখ্য, যুদ্ধাপরাধ মামলার আসামী জলিল শেখের আপন ভাইয়ের ছেলে রশিদ শেখ সহ তার সঙ্গি এ মামলার আসামীদের মধ্যে কামাল দিহিদার ও আফজাল মোল্লা যুদ্ধাপরাধী পরিবারের সন্তান।

তিনি হত্যাকারীদের বিরুদ্ধে সুবিচার পেতে স্বরাষ্ট্রমন্ত্রী, খুলনা রেঞ্জ ডিআইজি ও বাগেরহাটের পুলিশ সুপার সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন, এবং বলেন, অন্যথায় যুদ্ধাপরাধী পরিবারের এই সন্ত্রাসীদের হাতে তাদের পরিবারের আরও মানুষ খুন হতে পারে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *