একটি টু টু বোর রাইফেল ও ৩ রাউন্ড গুলিসহ সাইফুল ইসলাম চঞ্চল নামে এক সন্ত্রাসীকে আটক করেছে খুলনার গোয়েন্দা পুলিশ।
২৮ মার্চ শনিবার দুপুর ২টার দিকে নগরীর দৌলতপুর থানার মাইলপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ শাখার একটি সূত্র জানায়, মাইলপোস্ট এলাকার পুলিশ চেকপোস্টে যশোর থেকে আসা একটি পিকআপ থামানোর নির্দেশ দেওয়া হলে গাড়ির পেছনে থাকা সাইফুল ইসলাম চঞ্চল লাফ দিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় তাকে আটক করে তার কাছ থেকে একটি টু টু বোর রাইফেল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নেয়া হয়।
by
সর্বশেষ মন্তব্যসমূহ