গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসন, সাতক্ষীরা পৌরসভা, রোটারী ক্লাব অব নারায়নগঞ্জ গ্রীন সিটি, উন্নয়ন সংগঠন -স্বদেশ’র উদ্যোগে এবং তমাল এন্টারপ্রাইজ নারায়নগঞ্জ’র সৌজন্যে পৌরসভার গড়েরকান্দা ও লাবসা বেদে পল্লীর ২৫০ জন অসহায় নারী পুরুষ শিশুদের মধ্যে কম্বল, গেঞ্জী, চাদর ও শিশুদের পরিধেয় জামাকাপড় বিতরন করা হয়।
অনুষ্ঠানে দুঃস্থ বৃদ্ধা, শিশু, কিশোর, কিশোরীদের মাঝে শীত বস্ত্র বিতরন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান, পৌর মেয়র এম এ জলিল, কাউন্সিলর ফরিদা আকতার বিউটি, কাউন্সিলর শাহিনুর রহমান, স্বদেশের নির্বাহী মাধব চন্দ্র দত্ত, অপরেশ পাল, তমাল এন্টার প্রাইজের স্বত্বাধিকারী রোটাঃ এ বি এম শহিদুর রহমান শহিদ,গড়েরকান্দা যুব সংঘের কমীবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ