খুলনার সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলা থেকে তিনটি বাঘের চামড়া সহ তিন জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত্রে তাদের আটক করা হয়। তাৎক্ষনিক ভাবে তাদের নাম জানা ওয়ায় নি।
কয়রা উপজেলার আংটিহারা পুলিশ ফাঁড়ি সূত্রেমতে, শনিবার গভিভ রাতে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের শফিকুল ইসলামের বাড়ি থেকে তিনটি বাঘের চামড়া সহ তাদের আটক করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় যে, আটককৃতদের নিয়ে থানার পুলিশ সুন্দরবনের গভীরে অভিযান শুরু করেছে, তবে থানা থেকে কোনো তথ্য জানা যায় নি।
ঐতিহ্য এবং অর্থনৈতিক উভয় দিক দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ সম্পদ সন্দরবন এখন লুটের মালে পরিনত হয়েছে। প্রতিনিয়ত এখানে বাঘ হত্যার উৎসব চলছে। এ ঘটনার আগের দিন শুক্রবার খুলনার নতুন বাজার লঞ্চ ঘাটে ৬৯টি বাঘের হাড় সহ দুই জনকে আটক করে পুলিশ। বিগত ২০০৪ সালে বাঘ শুমারী অনুযায়ী সুন্দরবন বন বিভাগ জানিয়েছিলো যে সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০টি। আর ২০১৫ সালের শুমারী অনুযায়ী বনবিভাগ জানিয়েছে বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা মাত্র ১০৬টি! অর্থাৎ ১০ বছরে শত শত বাঘ হত্যা করা হয়েছে অথচ এ সবই ঘটেছে বন বিভাগের উপস্থিতিতেই। অভিযোগ আছে এ সকল হত্যাকান্ডে বন বিভাগের কর্মীরাও জড়িত।
by
সর্বশেষ মন্তব্যসমূহ