খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কেসিসি’র অন্যতম একটি দায়িত্ব। বিশেষ করে দরিদ্র মানুষের মৌলিক এ চাহিদাটি পুরণ করতে কেসিসি সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সিটি মেয়র আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নগরীর টুটপাড়ায় তালতলা ম্যাটারনিটি হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন। ভৌত অবকাঠামো ও রাস্তা উন্নয়ন প্রকল্পের আওতায় এক কোটি ৬৯ লক্ষ ৮৮ হাজার টাকা ব্যয়ে কেসিসি দ্বিতল বিশিষ্ট এ হাসপাতালটি নির্মাণ করছে। সিটি মেয়র হাসপাতালের নির্মাণ কাজের মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং স্বাস্থ্যসেবা প্রদানে নিয়োজিতদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর মুহাঃ আমান উল্লাহ আমান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, স্থপতি রেজবিনা খানম, সহকারী প্রকৌশলী মোঃ মাসুদ করিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ