খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠি

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান ।

সভায় বিভিন্ন বিভাগের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা নিরসনে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, খুলনার ৬টি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাকি তিনটি উপজেলা দাকোপ, বটিয়াঘাটা এবং দিঘলিয়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য উপজেলা নির্বাহী অফিসারদের জমি অধিগ্রহণের কাজ দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে।

সভায় ভরাট হওয়া আঠারোবেকি নদী (তেরখাদা) খনন করতে দখলকৃত জমি পুনরুদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয় যে, পাইকগাছায় পিসি রায়ের বাড়ির সম্মুখ চত্ত্বরে বিভিন্ন বিশেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের বসার স্থানে শেড নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এছাড়া খুলনার বয়রাতে শিশু হাসপাতাল নির্মাণের জন্য জমি অধিগ্রহণ এবং মহেশ্বরপাশাতে শিশু নিবাস নির্মাণে গণপূর্ত-১ এর গৃহীত কার্যক্রম সম্পর্কে জানানো হয়।

সভায় ফুলতলা উপজেলা হাসপাতালে সুইপার ক্লিনারের শূণ্যপদে লোক নিয়োগের ক্ষেত্রে জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে স্বাস্থ্যবিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়। বটিয়াঘাটা থেকে দাকোপ (পানখালি) পর্যন্ত রাস্তাটি সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগকে অনুরোধ জানানো হয়। এছাড়া ফুলতলা, র্যা লীগেট ও ডুমুরিয়া এলাকাতে রাস্তার উপর দোকানপাট, গাছের গুড়ি এবং বিলবোর্ড অপসারণে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলকে জরুরী ব্যবস্থা নিতে বলা হয়।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, পুলিশ সুপার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *