মহান মুক্তিযুদ্ধে খুলনা অঞ্চলের সবচেয়ে বড় বধ্যভূমি গল্লামারী বধ্যভূমি। ততকালীন পূর্ব পাকিস্তান রেডিও স্টেশন খুলনা কেন্দ্র (গল্লামারী রেডিও সেন্টার) ভবনে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষদের ধরে এনে নির্মম নির্যাতন করে হত্যা করে গল্লামারী নদীতে ফেলে দেয়া হতো।
সেই রেডিও স্টেশনে বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। নির্যাতন কেন্দ্র এবং বধ্যভূমি হিসেবে এ জায়গাটি চিহ্নিত করে ৬ জানুয়ারি বুধবার বিকাল ৪ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের পাশে স্মৃতিফলক উন্মোচন করবেন ‘১৯৭১ ঃ গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’র ট্রাস্টি সভাপতি ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন। সকলকে যথাসময়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকার জন্য আর্কাইভ’র পক্ষ থেকে অনুরোধ করা হলো।
by
সর্বশেষ মন্তব্যসমূহ