জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ইকার্ড হাইন আজ দুপুরে নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ’র সাথে মতবিনিময় সভায় মিলিত হন। জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক (কেএফডব্লিউ) এর অর্থায়নে সিটি রিজিয়ন ডেভলপমেন্ট প্রজেক্ট (সিআরডিপি)’র আওতায় খুলনা মহানগর এলাকায় চলমান প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও নতুন নতুন প্রকল্প গ্রহণের বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ভারপ্রাপ্ত মেয়র বলেন, নগরবাসীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে নগরীর ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মহানগরী এলাকা সহ শহরতলিতে বসবাসরত জলবায়ু উদ্বাস্তুদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রস্তাবিত প্রকল্পসমূহ বাস্তবায়নে তিনি জার্মান সরকারের আর্থিক সহায়তা কামনা করেন। তিনি বলেন, বেশ কয়েকটি মৌজা কেসিসি এলাকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে। ফলে বর্ধিত এলাকার মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ উন্নয়ন কার্যক্রম শুরু করতে হবে। সে সকল উন্নয়ন কার্যক্রমেও জার্মানীর সহযোগিতা পেলে খুলনাবাসী উপকৃত হবে।
সভায় অন্যান্যের মধ্যে জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশনের প্রতিনিধি ক্রিশ্চিন মায়ার, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের সেক্টর স্পেশালিস্ট এস এম মেহেদী আহসান, জিআইজেড প্রতিনিধি মোশাররফ হোসেন, কেসিসি’র ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফ নাজমুল হাসান, সিআরডিপি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ছয়ফুদ্দিন, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ