দুইদশক পর এবার কেন্দ্রিয়ভাবে ওরিয়েন্টেশনের আয়োজন

দীর্ঘকাল পর খুলনা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিয়ভাবে একইদিনে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের আগামী ৯ ফেব্রুয়ারি ওরিয়েন্টেশন (পরিচিতি) ও নবীনবরণ অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তিকৃত প্রায় ১১১৮ জন ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিচিতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুসারে শপথ গ্রহণ করবেন। প্রথা অনুযায়ী উপাচার্য তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এরপর হবে নবীনবরণ অনুষ্ঠান। ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম চালু হওয়ার পর প্রথম তিন থেকে চার বছর কেন্দ্রিয়ভাবে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এরপর গত প্রায় দু’দশক ধরে প্রত্যেক স্কুলে আলাদা আলাদাভাবে ওরিয়েন্টেশন ও প্রত্যেক ডিসিপ্লিনে বিভিন্ন দিনে নবীনবরণ অনুষ্ঠিত হয়ে আসছে। এমনকি অনেক স্কুলের ডিসিপ্লিনসমূহের মধ্যে আলাদা আলাদাভাবেও ওরিয়েন্টেশন হচ্ছিলো। এর ফলে একদিকে প্রচুর সময় ও অর্থ ব্যয় হয়। এ পরিস্থিতিতে সময় ও অর্থ সাশ্রয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান নতুন করে কেন্দ্রিয়ভাবে একইদিনে ওরিয়েন্টেশন ও নবীনবরণের এ উদ্যোগ গ্রহণ করেন। এর ফলে নতুন ভর্তি হওয়া সকল শিক্ষার্থী একইদিনে পরিচিত হওয়ার পাশাপাশি নবীনবরণের মতো উৎসব উপভোগ করতে পারবে। আর বিশেষ করে সময়ের সাশ্রয় হওয়ায় শিক্ষাকার্যক্রমের ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে সবার প্রত্যাশা।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *