খুলনা জেলা শিল্পকলা একাডেমি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৬’ উপলক্ষ্যে আগামী ১৫ মার্চ বিকেল তিনটায় জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতায় শিশু শ্রেণী থেকে ২য় শ্রেণী ‘ক’ বিভাগ, ৩য়-৫ম শ্রেণী ‘খ’ বিভাগ এবং ৬ষ্ঠ-৮ম শ্রেণী ‘গ’ বিভাগ হিসেবে শিশুরা অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণের জন্য ১৪ মার্চ বেলা একটার মধ্যে শিল্পকলা একাডেমি, ২ নম্বর ইকবাল নগর মসজিদ লেনস্থ অস্থায়ী কার্যালয় অথবা জেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে যোগাযোগ করে নাম অন্তর্ভূক্ত করানো যাবে, আবার প্রতিযোগিতা শুরুর আগে স্পটেও নাম অন্তর্ভূক্ত করা যাবে।
কার্টিজ পেপার সরবরাহ করা হবে কিন্তু চিত্রাংকনের প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সঙ্গে আনতে হবে। রং পেন্সিল, পোস্টার রং, প্যাস্টেল রং ও জল রংসহ যে কোন মাধ্যমে ছবি অংকন করা যাবে। প্রতিযোগিতার বিষয় ‘ক’ ও ‘খ’ বিভাগের জন্য উন্মুক্ত এবং ‘গ’ বিভাগের জন্য ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ।’ এ সংক্রান্ত যে কোন তথ্যের জন্য জেলা শিল্পকলা একাডেমির সেল নম্বর ০১৭১৭-৫৫৬১০৩ এবং শিশু একাডেমির সেল ০১৭১৭-৬৬৯০২০ তে যোগাযোগ করা যাবে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ