জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কারযালয়ের উদ্যোগে আজ খুলনামহানগর এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
মুজগুন্নি, বয়রা, জোড়াগেট এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটি, ফাস্টফুড তৈরি করায় নাম্বার ওয়ান ফুড প্রডাক্টকে ১০ হাজা টাকা, রিহাম ফুডকে পাঁচ হাজার টাকা, নূরজাহান ফুডকে চার হাজার টাকা, হাংরি টামিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কারযাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সাধারণ ভোক্তাদের মাঝে লিফলেট প্যামপ্লেট বিতরণ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কারযালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম’র নেতৃত্বে অভিযানে সারবিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরমনি খুলনা, ও ক্যাব খুলনা প্রতিনিধি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।








সর্বশেষ মন্তব্যসমূহ