রূপসায় আবার অস্ত্র-গুলি-ইয়াবসহ মাদকব্যবসায়ীরা আটক

অস্ত্র-গুলি-ইয়াবসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দাবাহিনীর একটি দল। উল্লেখ্য, গত ২৪ মার্চ রূপসা এলাকা থেকে অস্ত্র-গুলি-ইয়াবসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ’র নেতৃত্বে, ২৭ মার্চ দুপুরে জেলা গোয়েন্দা শাখা, মাদক বিরধী অভিযান ও আসন্ন উপজেলা নির্বচন উপলক্ষে আইন শৃংক্ষলা রক্ষা ডিউটি পরিচালনাকালে রুপসা থানাধীন সেনের বাজার ফেরিঘাট পন্টুন সংলগ্ন ফাষ্ট চয়েচ ডিপার্টমেন্টাল ষ্টোর’র সামনে থেকে আসামী মোঃ রাসেল তালুকদার (২১), পিতা- সেলিম তালুকদার, ইউসুফ হাওলাদার রিপন (২২) পিতা- কাদের হাওলাদার, সাং-কৃষ্ণনগর, সাগর হাওলাদার (২২) পিতা- দুলাল হাওলাদার, সাং- ফাতেয়াবাদ, লবনচরা কে আটক করা হয়।

এ সময় আসামী রাসেল তার পরিহিত লুঙ্গির পিছনে গোজা অবস্থা থেকে একটি ওয়ান শুটার গান, আসামী ইউসুফ’র পরিহিত প্যান্টের পিছনের বাম পাশে কোমরে গোজা, লোড অবস্থায় একটি ওয়ান শুটার গান, আসামী সাগর’র পরিহিত প্যান্টের পিছনের বাম পাশে লোড অবস্থা থেকে একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি এবং ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিস্‌ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ)/অর্জুন কুমার দাস বাদী হয়ে রূপসা থানার পৃথক দু’টি অস্ত্র ও মাদক, মামলা দায়ের করেন ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *