খুলনায় করোনা উপসর্গ নিয়ে আশরাফুর রহমান (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত আশরাফুর রহমান সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।আশরাফুর রহমানের ভাতিজা হাসান জানান, তার চাচা ১০-১১ দিন আগে জ্বর ও সর্দি, কাশিতে আক্রান্ত হন। তিন দিন আগে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (মেডিসিন) ও আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, গত বৃহস্পতিবার দুপুরে আশরাফুর রহমান জ্বর ও সর্দি, কাশি নিয়ে খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। শুক্রবার তার নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু এখনো রিপোর্ট পাওয়া যায়নি। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।
by
সর্বশেষ মন্তব্যসমূহ