খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘আইনুল হক স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২০’ আজ ১১ ডিসেম্বর সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের নিজস্ব মাঠে শুরু হয়েছে।
খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। এসময় প্রতিযোগিতার স্পন্সর দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি উপস্থিত ছিলেন।
দৈনিক পূর্বাঞ্চলের সহযোগিতায় ও খুলনা প্রেসক্লাবের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, সাবেক সদস্য সচিব ও কার্যনির্বাহী সদস্য মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, কেষাধ্যক্ষ সোহেল মাহমুদ, সহকারী সম্পাদক আহমদ মুসা রঞ্জু, কার্যনির্বাহী সদস্য মোঃ জাহিদুল ইসলাম ও মো: সাঈয়েদুজ্জামান সম্রাট, সদস্য মোঃ আব্দুল হালিম, রফিউল ইসলাম টুটুল, এম এ হাসান, শেখ কামরুল আহসান, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, উত্তম মন্ডল, আশাফুর রহমান কাজল, বিশিষ্ঠ ক্রীড়াবিদ বীরেন দাসসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ।








সর্বশেষ মন্তব্যসমূহ