খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্নার দাফন সম্পন্ন হয়েছে। আজ রবিবার বাদ জোহর নগরীর পশ্চিম বানিয়াখামার মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, খুলনা চেম্বারের সাবেক সভাপতি মনির উদ্দিন আহমেদ, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, আবু তৈয়ব মুন্সি, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমেদ, সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক এ্যাড. কুদরত-ই-খুদা, এমইউজের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাংবাদিক আবুল বাশার, নেয়ামুল হোসেন কচি, জয়নাল ফরাজী, হোসেন ইমাম খান, রাশিদুল ইসলাম, সোহরাব হোসেন, হাসান হিমালয়, আনিস উদ্দিন, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন-সহ রাজনীতিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা।
আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ আসর পশ্চিম বানিয়াখামার মোড়ল বাড়ী জামে মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। এরআগে সকালে প্রয়াত ওয়াদুদুর রহমান পান্না’র মরদেহ তাঁর প্রতিষ্ঠিত জোহরা খাতুন বিদ্যানিকেতনে আনা হয়। এখানে তাঁর প্রিয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন স্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, শনিবার (২২ আগস্ট) বিকেলে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না।








সর্বশেষ মন্তব্যসমূহ